×

ভারত

ভোটের আগে বেকায়দায় কেজরিওয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ এএম

ভোটের আগে বেকায়দায় কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

   

দিল্লি বিধানসভা নির্বাচনের ঠিক পাঁচদিন আগে বড় ধাক্কা খেলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। শুক্রবার (৩১ জানুয়ারি) পদত্যাগ করলেন দলের সাতজন বিধায়ক। পদত্যাগীদের মধ্যে রয়েছেন, রাজেশ ঋষি, নরেশ যাদব, রোহিত কুমার মহরোলিয়া, ভাবনা গৌড়, মদন লালসহ আরো দু'জন।

তাদের কাউকেই নির্বাচনে লড়তে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়নি। শুক্রবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন নির্বাচনে গতবারের তিন বিধায়ককে টিকিট দেয়নি আম আদমি পার্টি নেতৃত্ব। যা নিয়ে দলের অন্দরের মতানৈক্য ও অসন্তোষ তৈরি হয়। তার জেরেই এই ঘটনা কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পালামের ভাবনা গৌড় তার পদত্যাগপত্রে দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি আপনার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি।

নরেশ যাদব গত ১০ বছর ধরে দক্ষিণ দিল্লির মেহরৌলি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। তিনি গত ডিসেম্বরে কোরআন অবমাননা মামলায় পাঞ্জাবের একটি আদালত দোষী সাব্যস্ত হন এবং দুই বছরের কারাদণ্ডের শাস্তি পান।

সম্প্রতি দিল্লি নির্বাচনের জন্য এএপি প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করে, যেখানে নরেশ যাদবের পরিবর্তে মহেন্দার চৌধুরীকে মেহরৌলির প্রার্থী হিসাবে ঘোষণা করে। নরেশ যাদব তার পদত্যাগপত্রে বলেন, এএপি তার মূলনীতি ‘সৎ রাজনীতি’ ত্যাগ করেছে।

সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার সাবেক ডেপুটি মণীশ সিসোদিয়া আবগরি (মদ) কেলেঙ্কারি মামলায় বেশ কয়েকবার জেলে থাকার বিষয়টিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেছেন, দলটি দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি পূরণ করার পরিবর্তে ‘নিজেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।’

আরো পড়ুন : ১৭-২০ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, যেসব বিষয়ে আলোচনার প্রস্তাব

ত্রিলোকপুরী বিধায়ক রোহিত কুমার মেহরাউলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, দলিত এবং বাল্মীকি সম্প্রদায়ের জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার আশায় তিনি আন্না হাজারে নেতৃত্বাধীন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের সময় এএপিতে যোগ দিয়েছিলেন।

মেহরাউলি বলেন, এএপি এই সম্প্রদায়গুলোকে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু চুক্তিভিত্তিক শ্রম বাতিল এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীভাবে শোষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করতে ব্যর্থ হয়েছে।

জনকপুরীর রাজেশ ঋষিও ক্রমবর্ধমান অসন্তোষের কথা উল্লেখ করে জানান, এএপি তার মূল মূল্যবোধ থেকে সরে গিয়েছে। তিনি পদত্যাগপত্রে দুর্নীতিমুক্ত শাসন এবং স্বচ্ছতার নীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য দলের সমালোচনা করেন।

আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সাবেক এই সমর্থক অভিযোগ করেন, দলটি ‘স্বজনপ্রীতি ও দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে।’

উল্লেখ্য, আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোট গণনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App