ভারতে ৫৭ বাংলাদেশি গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

ছবি : সংগৃহীত
ভারতে পৃথক অভিযানে একদিনে ৫৭ জন বাংলাদেশি এবং ২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তামিলনাড়ু রাজ্যের তিরুপুর জেলা থেকে ৩১ জন বাংলাদেশিকে আটক করেছে কোয়েম্বাটুর সন্ত্রাস দমন শাখা (এটিএস)।
শনিবার (১১ জানুয়ারি) রাতভর তিরুপুর শহর ও গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়। তামিলনাড়ু পুলিশের এক প্রেস বিবৃতিতে জানানো হয়, তিরুপুর জেলার পুলিশ সুপার ভি. নারায়নণের নেতৃত্বে পাঁচটি টিম একযোগে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছিলেন বলে জানা গেছে।
এটিএসের অভিযানে গ্রেপ্তারকৃত ৩১ জন বাংলাদেশিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাল্লাদাম এবং নাল্লুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন, তামিলনাড়ুতে পোশাক কারখানায় কাজ করা অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন। এই অভিযোগের পর রাজ্য সরকার ব্যাপক অভিযান চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করে।
একইদিনে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সীমান্তে ২৪ জন বাংলাদেশি এবং ২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত থেকে ২০ জন বাংলাদেশি ও ২ জন রোহিঙ্গা আটক হন। নদিয়ার গেদে সীমান্ত থেকে আরও ৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেঙ্গালুরু, মুম্বাই এবং হায়দরাবাদে গৃহস্থালির কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে জিজ্ঞাসাবাদের পর বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
এছাড়া উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকায় দুই বাংলাদেশি এবং বারাসাত থানায় একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে অবৈধ বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এভাবে একদিনে বিভিন্ন অভিযানে ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের গ্রেপ্তার এবং অভিযানের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।