×

ভারত

ভারতে এইচএমপিভি ভাইরাসে শিশুদের পর এবার বৃদ্ধরাও আক্রান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

ভারতে এইচএমপিভি ভাইরাসে শিশুদের পর এবার বৃদ্ধরাও আক্রান্ত

ছবি : সংগৃহীত

   

‘রহস্যময়’ হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) নিয়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে চীন এবং প্রতিবেশী দেশগুলোতে। এবার ভারতের গুজরাটের আহমেদাবাদে এক বৃদ্ধের শরীরে শনাক্ত হয়েছে এই ভাইরাস।  

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তির চিকিৎসা আহমেদাবাদ মিউনিসিপাল করপোরেশন তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে চলছে।  

গুজরাটে প্রথমবারের মতো এইচএমপিভি শনাক্ত হয় ৬ জানুয়ারি। সেসময় দু’মাস বয়সি এক শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি মেলে। এরপর ভারতের কর্ণাটকে আরো দুটি এবং কলকাতায় একটি সংক্রমণের ঘটনা ধরা পড়ে।  

চীনের পরিস্থিতি ও সতর্কবার্তা  

সম্প্রতি চীনের হাসপাতালগুলোতে কোভিডের সময়কার মতো ভিড় লক্ষ্য করা গেছে। জানা যায়, এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়েই অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে ছুটছেন। চীন ছাড়াও ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।  

স্বাস্থ্য বিভাগের প্রস্তুতি  

কর্নাটকে এইচএমপিভি শনাক্তের পর সেখানকার স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছে। একইসঙ্গে কলকাতার কেস শনাক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।  

কী এই এইচএমপিভি?  

ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা সাধারণত শীত এবং বসন্তের মাসগুলোতে দেখা যায়। ভাইরাসটি হাঁচি-কাশির মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। এমনকি রোগীর ব্যবহৃত সামগ্রী স্পর্শ করলেও সংক্রমণ ঘটতে পারে।  

শিশু এবং বৃদ্ধরা এই ভাইরাসের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল। জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা এই ভাইরাসের প্রধান উপসর্গ। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া, হাঁপানি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) অবস্থা আরো খারাপ করে দিতে পারে।  

ইনকিউবেশন পিরিয়ড এবং চিকিৎসা  

বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাসের ইনকিউবেশন সময়কাল ৩ থেকে ৬ দিন। সংক্রমণের তীব্রতা নির্ভর করে রোগীর শারীরিক অবস্থা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর।  

ভারতের স্বাস্থ্য বিভাগ চিকিৎসকদের রোগীর উপসর্গের প্রতি বিশেষ নজর দিতে বলেছে। পাশাপাশি জনগণকে সতর্ক থাকতে এবং ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।  

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ এর মতোই এইচএমপিভি সংক্রমণের ক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতাই প্রধান প্রতিরোধ ব্যবস্থা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App