ভারতে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস এইচএমপি, সতর্কতা জারি একাধিক রাজ্যে

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম

ছবি : সংগৃহীত
চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) এবার ভারতের মাটিতেও প্রবেশ করেছে। কর্নাটক, তামিলনাড়ু ও গুজরাটে এই ভাইরাসে আক্রান্ত পাঁচ শিশুর সন্ধান মিলেছে। এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।
২০২০ সালের করোনা মহামারির পর নতুন এই ভাইরাস আবারও বড় সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শীতের সময়ে ভাইরাসটি আরও সক্রিয় এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
- হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা।
- মাস্ক ব্যবহার করা।
- একই রুমাল বার বার ব্যবহার না করা।
- হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা।
- অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা।
প্রসঙ্গত, এইচএমপিভির সংক্রমণ এবং উপসর্গের সঙ্গে কোভিড-১৯-এর বেশ মিল রয়েছে। তবে এটি করোনার মতো মহামারি আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখনো নিশ্চিত নয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সচেতন থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।