×

ভারত

এবার ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুই শিশু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম

এবার ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুই শিশু

সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ছবি : সংগৃহীত

   

করোনার মতো নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) সন্ধান মিলেছে এবার ভারতেও। দেশটির বেঙ্গালুরুতে তিন মাসের এক শিশুর শরীরে পাওয়া গেছে এইচএমপিভির সংক্রমণ। 

ওই শিশুকে অবশ্য বর্তমানে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) এই নিয়ে দ্বিতীয় সংক্রমণের খবর মিলল বেঙ্গালুরুতে। 

আট মাসের আরেক শিশুর শরীরেও এই ভাইরাসের সংক্রমণ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে ভারতসহ বিভিন্ন দেশে।

তবে চীনে ভাইরাসের যে রূপটি পাওয়া গিয়েছে, বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশুর শরীরেও ভাইরাসের সেই একই রূপ মিলেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আরো পড়ুন : এইচএমপিভি নতুন ভাইরাস নিয়ে যে তথ্য দিলো চীনা বিশেষজ্ঞ

সোমবার দুপুরে পর পর দু’টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসতেই কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী দীনেশ গুন্ডু রাও একটি জরুরি বৈঠক ডেকেছেন।

এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে। তবে রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা। 

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই দুই শিশুর কাউকেই সম্প্রতি অন্যত্র ঘুরতে নিয়ে যাওয়া হয়নি (ট্রাভেল হিস্ট্রি নেই)। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। তবে দুই শিশুর শরীরে এইচএমপি ভাইরাসের যে রূপের সংক্রমণ হয়েছে, সেটির সঙ্গে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের রূপটির কোনো যোগ রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

স্বাস্থ্যসচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। 

চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনো কোনো তথ্য নেই। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনো বলা যাচ্ছে না। 

সাধারণ এইচএমপি ভাইরাসের ভারতে অতীতেও দেখা গিয়েছে বলে জানান তিনি। তবে স্বাস্থ্য দপ্তর এই সংক্রমণের ঘটনা খতিয়ে দেখছে বলে জানান স্বাস্থ্যসচিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App