×

ভারত

মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালালো ইসকনকর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

মন্দিরের বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালালো ইসকনকর্মী

ছবি : সংগৃহীত

   

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরার একটি ইসকন মন্দির থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে গেছে মন্দিরের এক কর্মচারী। সেই সঙ্গে ভক্তদের দান করা অর্থ সংগ্রহের জন্য ব্যবহৃত একটি রসিদ বইও নিয়ে গেছে অভিযুক্ত ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।  

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এবং এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত মুরলিধর দাস দান করা অর্থ সংগ্রহ এবং তা মন্দিরে জমা দেয়ার দায়িত্বে ছিলেন। মন্দির কর্তৃপক্ষ জানায়, গত ২৭ ডিসেম্বর থেকে অর্থের হিসাব মিল না পাওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ হয়।  

পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার জানান, গত শুক্রবার গভীর রাতে মন্দিরের প্রধান অর্থ কর্মকর্তা বিশ্ব নাম দাস এফআইআর দায়ের করেন। এর আগে তিনি মথুরার এসএসপি শৈলেশ কুমার পান্ডের কাছে বিষয়টি লিখিতভাবে জানান। প্রাথমিক তদন্ত শেষে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।  

এফআইআরের তথ্য অনুযায়ী, অভিযুক্ত মুরলিধর দাস মধ্যপ্রদেশের ইন্দোর জেলার রাউগঞ্জ ভাসার শ্রীরাম কলোনীর বাসিন্দা। 

অভিযোগে আরো উল্লেখ করা হয়, তিনি শুধু টাকাই নয়, একটি রসিদ বই নিয়েও পালিয়ে যান।  

মন্দিরের পিআরও রবি লোচন দাস বলেন, মুরলিধর দাসের কাজ ছিল দান করা অর্থ সংগ্রহ করা এবং তা সময়মতো মন্দিরের কাছে জমা দেয়া। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে, কত টাকা তিনি জমা দিয়েছেন এবং কত টাকা আত্মসাৎ করেছেন।  

তিনি আরো জানান, এর আগে সৌরভ নামে আরেক ব্যক্তি একইভাবে দানের টাকা ও রসিদ বই নিয়ে পালিয়ে গিয়েছিল। তবে তদন্ত শুরুর আগেই তিনি মারা যান।  

মথুরার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মুরলিধর দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তদন্তের মাধ্যমে চুরি যাওয়া অর্থের সঠিক পরিমাণ নির্ধারণ করা এবং দোষীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App