×

ভারত

ভারতের 'ভুখণ্ড' নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চীনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

ভারতের 'ভুখণ্ড' নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চীনের

ছবি : সংগৃহীত

   

চীনের উইঘুর মুসলিম অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বেইজিং। তবে ভারতের দাবি, নতুন এই দুই অঞ্চলের কিছু অংশ তাদের লাদাখের ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এ নিয়ে নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে নিজেদের আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে।  

শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, “আমরা হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার বিষয়টি লক্ষ্য করেছি। তথাকথিত এই কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের ভেতরে পড়ে। ভারত কখনো এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি এবং এই অঞ্চল নিয়ে আমাদের সার্বভৌম অবস্থান স্পষ্ট ও অবিচল।”  

এর আগে, গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াংয়ে হোটান প্রিফেকচারের অধীনে দুটি নতুন কাউন্টি—হে’আন এবং হেকাং প্রতিষ্ঠা করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদের অনুমোদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  

সম্প্রতি ভারত ও চীনের মধ্যে পূর্ব লাদাখ সীমান্তের সেনা প্রত্যাহারের মাধ্যমে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। তবে চীনের এই নতুন সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।  

রণধীর জয়সওয়াল আরো বলেন, নতুন কাউন্টি প্রতিষ্ঠার বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব ও অধিকার নিয়ে আমাদের দীর্ঘদিনের অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। চীনের এই অবৈধ কার্যক্রম কখনো বৈধতা পাবে না। আমরা এই বিষয়ে চীনকে কঠোর প্রতিবাদ জানিয়েছি।

চীনের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে সীমান্ত পরিস্থিতি ও সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App