পাকিস্তানে জন্ম নেয়া মনমোহন সিং: ভারতের অর্থনৈতিক ঐতিহ্যের অনন্য ব্যক্তিত্ব

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানে জন্ম নেয়া ড. মনমোহন সিংহের নাম স্বাধীন ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। ভারতের অর্থনৈতিক মহাসন্ধিক্ষণের অন্যতম স্রষ্টা হিসেবে তার অবদান ভুলে যাওয়ার নয়। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে তিনি যে উদার আর্থনীতির পথপ্রদর্শক ছিলেন, তা আজও দেশের আর্থিক নীতির ভিত্তি।
মনমোহনের জন্ম ১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার গ্রাম গাহে। দেশভাগের সময় তিনি তার বাবা গুরমুখ সিংহ এবং মা অমৃত কৌরের সঙ্গে ভারতে চলে আসেন এবং অমৃতসরে তাদের নতুন জীবন শুরু হয়।
শিক্ষায় তিনি ছিলেন অতুলনীয়। চণ্ডীগড়ের পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পর, তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি’ফিল ডিগ্রি লাভ করেন। তার শ্রেষ্ঠত্বের একটিও নিদর্শন ছিল, তিনি কখনো ক্লাসে দ্বিতীয় হননি।
১৯৬৬ সালে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন শাখায় কাজ শুরু করেন তিনি, পরে দিল্লি স্কুল অব ইকনমিক্সে শিক্ষকতা করেন। ১৯৭২ সালে তিনি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং ১৯৭৬ সালে কেন্দ্রীয় সরকারের অর্থসচিব হন। ১৯৮২ সালে তিনি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত হন এবং ১৯৮৫ সাল পর্যন্ত সেই পদে ছিলেন।
১৯৯১ সালে, তিনি পিভি নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, যেখানে তার নেতৃত্বে ভারতীয় অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনা হয়। ভারতের অর্থনীতির উন্মুক্তকরণের পথে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস সরকার গঠন করার পর, সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা না থাকায় মনমোহন সিংহকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম পদক্ষেপ ছিল ভারতের অর্থনৈতিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মর্যাদা বৃদ্ধি। তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ২০০৮ সালে বামদলের বিরোধিতা সত্ত্বেও ভারত-আমেরিকা পরমাণু চুক্তিতে স্বাক্ষর করা, যা তার নেতৃত্বের সাহসিকতার নিদর্শন।
২০০৯ সালে কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ দ্বিতীয়বার ক্ষমতায় আসে এবং মনমোহন সিংহ দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। তবে, ২০১৪ সালে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে লড়বেন না বলে ঘোষণা দেন, এবং ২৬ মে সেই পদে নরেন্দ্র মোদী শপথ নেন।
মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বে ভারতের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল। বিমুদ্রাকরণ ও কোভিড-পরবর্তী মন্দা নিয়ে তিনি মোদী সরকারের আর্থিক নীতির সমালোচনা করেছেন এবং একাধিক পরামর্শ দিয়েছেন। ২০০৮ সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময় ভারতের অর্থনীতি যে সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, তা তার নেতৃত্বের শক্তিশালী ইঙ্গিত।
ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী হিসেবে ড. মনমোহন সিংহ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তার অবদান ভারতীয় অর্থনীতির ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে।