×

ভারত

আল্লু অর্জুনকে রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে যা বললেন তার বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১২ পিএম

আল্লু অর্জুনকে রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে যা বললেন তার বাবা

ছবি: সংগৃহীত

   

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এখন অনেকটাই বিপাকে আছেন। তার অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির পর ব্যাপক সাড়া ফেললেও এর প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করেই যত জটিলতা। (৪ ডিসেম্বর) হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। এ সময় তার ৯ বছরের শিশু ছেলে গুরুতর আহত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এ ঘটনায় মামলাও হয়। ইতোমধ্যে ওই মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন আল্লু অর্জুন পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এখানেই সমস্যা কমছে না। তার বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বিক্ষোভকারীদের দাবির মুখে মৃতের পরিবারকে সদ্যই দুই কোটি টাকা দিয়ে সহযোগিতা করেছেন দক্ষিণী এই অভিনেতা।

এরপর এ অভিনেতা হয়তো ভেবেছিলেন, জটিলতা থেকে রক্ষা পাবেন। কিন্তু না! ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক’দিন আগেই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তাকে। তারপর থেকে শোনা যাচ্ছে, পুরো পরিস্থিতি নিয়ে মানসিক চাপে রয়েছেন আল্লু অর্জুন।

এদিকে নতুন খবর হচ্ছে, ছেলে আল্লু অর্জুনকে আইনি জটিলতা থেকে মুক্ত করার জন্য মাঠে নেমেছন তার বাবা আল্লু অরবিন্দ। এ জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করেছেন। তাকে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন দক্ষিণী তারকার বাবা।

এর আগে সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারাগারে গিয়ে একরাত থাকতে হয়েছে তাকে। বর্তমানে জামিনে বাইরে রয়েছেন। কারাগার থেকে বের হয়ে এ ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন সিনেমার প্রযোজক এবং আল্লু অর্জুন। মৃত নারীর পরিবারকে আর্থিক সহায়তাও করেছে পুষ্পা টিম। তবে পরিস্থিতি কি সমাধানে পৌঁছাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরো পড়ুন: প্রেমিকার মৃত্যু নিয়ে মুখ খুললেন বিবেক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App