×

ভারত

ভারতের তিন রাজ্যে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্য গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

ভারতের তিন রাজ্যে আনসারুল্লাহ বাংলা টিমের ৮ সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) অন্তত ৮ সদস্যকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় তিন রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে আসাম পুলিশের বিশেষ শাখা স্পেশাল টার্স ফোর্স (এসটিএফ)। গত ১৭ ও ১৮ ডিসেম্বর, পশ্চিমবঙ্গ, কেরালা এবং আসামের বিভিন্ন এলাকায় এরা গ্রেপ্তার হয়।

ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ সাদ রাদি, যিনি পরিচিত মো. শাব শেখ নামে। তিনি বাংলাদেশের নাগরিক এবং কেরালায় গ্রেপ্তার হয়েছেন। আসাম পুলিশের ভাষ্য অনুযায়ী, শাব শেখ ২০২৩ সালের নভেম্বর মাসে ভারতে প্রবেশ করেন এবং তার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন অঞ্চলে নিজের মতাদর্শ প্রচার করা এবং স্লিপার সেল তৈরি করা।

এছাড়া পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে মিনারুল শেখ এবং মো. আব্বাস আলীকে। অন্যদিকে, আসাম থেকে গ্রেপ্তার হয়েছে নুর ইসলাম মণ্ডল, আবদুল করিম মণ্ডল, মজিবর রহমান, হামিদুল ইসলাম এবং এনামুল হক নামে আরো পাঁচজনকে।

এই অভিযানটির নাম দেয়া হয়েছে ‘অপারেশন প্রগত’। আসাম পুলিশের বিশেষ শাখা এসটিএফ-এর প্রধান পার্থ সারথী মহন্তের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশও এ অভিযানে সহযোগিতা করেছে।

আসাম পুলিশ জানায়, ভারতে প্রবেশের পর শাব শেখ প্রথমে আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যে তার কার্যক্রম শুরু করেছিলেন এবং তার পরবর্তী গন্তব্য ছিল কেরালা।

এটি ভারতের নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সফলতা হিসেবে গণ্য হচ্ছে, কারণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিস্তার রোধ করতে তারা বিদেশি জঙ্গি সংগঠনের সদস্যদের সক্রিয়ভাবে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App