ভারতে পার্লামেন্টে বিরোধীদের সঙ্গে বিজেপির সংঘর্ষ, রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যা মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ছবি : সংগৃহীত
ভারতের পার্লামেন্টে অমিত শাহের ড. বি.আর. আম্বেদকার সম্পর্কে বিরূপ মন্তব্যের পর সংসদ ভবন চরম অচল হয়ে পড়ে। বিরোধী ও ক্ষমতাসীন দলের সদস্যদের মধ্যে তীব্র বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভের কারণে পার্লামেন্ট কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কংগ্রেস এবং বিজেপি একে অপরকে সংসদ ভবনে প্রবেশে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালেই সংসদ ভবনে বিরোধী দলের সদস্যরা এবং এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোটের সদস্যদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত আহত হন। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তাঁরা আইসিইউতে চিকিৎসাধীন।
হাসপাতালের চিকিৎসক ড. অজয় শুক্লা জানিয়েছেন, মুকেশ রাজপুতের মাথায় আঘাত লেগেছে এবং তিনি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তবে চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হচ্ছে। একইভাবে, প্রতাপ সারঙ্গির অবস্থাও গুরুতর হলেও বর্তমানে তিনি চিকিৎসাধীন।
বিজেপি সদস্য নিশিকান্ত দুবে অভিযোগ করেন যে, রাহুল গান্ধী পার্লামেন্টে প্রবেশের সময় একটি "গুন্ডাগিরি" করেছেন এবং এক বৃদ্ধ সদস্যকে ধাক্কা দিয়েছেন। তবে রাহুল গান্ধী পাল্টা দাবি করেছেন, আমি যখন পার্লামেন্টে প্রবেশ করার চেষ্টা করছিলাম, তখন বিজেপি সংসদ সদস্যরা আমাকে বাধা দেন, ধাক্কা দেন এবং হুমকি দেন।
এই সংঘর্ষের পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে গিয়ে আহত সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন।
এদিকে, এই উত্তেজনার মধ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে হত্যার চেষ্টা এবং সহিংসতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই পরিস্থিতি ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং পার্লামেন্টের কার্যক্রম কিছুটা স্থগিত হয়ে গেছে।