ভারতে কেন শেখ হাসিনা, জানতে চাইলেন ওয়েইসি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হওয়া এবং শেখ হাসিনার ভারতে থাকার প্রসঙ্গে আসাদুদ্দিন ওয়েইসি সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, শুক্রবার সংসদে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেছি। কিন্তু বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন কেন? এখান থেকে তিনি বক্তব্য প্রচারই বা করছেন কেন? ভারত সরকার কি তার বক্তব্যকে সমর্থন করে?
ওয়েইসি আরো অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলাকে হাতিয়ার করে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ভারত সরকারের উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মহম্মদ ইউনূস সরকারের সঙ্গে কথা বলা।
এদিকে, গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে বিজেপি সক্রিয় হয়ে উঠেছে। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন অভিযান, পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত অবরোধ এবং কলকাতার রানি রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলির সমাবেশে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি-বিরোধীরা মনে করছেন, বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ওয়েইসির মন্তব্য রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।