×

ভারত

বাংলাদেশে ভারতের পণ্য আমদানি নিয়ে যা জানাচ্ছেন বিশেষজ্ঞরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

বাংলাদেশে ভারতের পণ্য আমদানি নিয়ে যা জানাচ্ছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশের মোট আমদানির ১৮ শতাংশই আসে ভারত থেকে। বস্ত্রশিল্পের জন্য প্রয়োজনীয় তুলার সিংহভাগও দেশটি থেকেই আসে। সেখান থেকে রফতানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা, পেট্রোপণ্য, যন্ত্রাংশ এবং শিল্পের কাঁচামাল। বাংলাদেশের জামায়াত সমর্থকদের কাছে তসলিমা নাসরিন প্রশ্ন রেখেছেন— ভারত যদি চাল-ডাল বন্ধ করে দেয়, বাংলাদেশ কী খাবে? ভারত যদি পানি বন্ধ করে দেয় বা বিদ্যুতের লাইন কেটে দেয়, তখন কী হবে? পোশাক ছাড়া বাংলাদেশের আর কোনো শিল্প নেই, সবই তো আমদানি করতে হয়। চীন বা পাকিস্তান এসব সরবরাহ করবে কি?

বঙ্গবন্ধুর নেতৃত্ব, ইন্দিরা গান্ধীর সমর্থন এবং ভারতীয় সেনার আত্মত্যাগ স্বাধীনতা লাভের পর এখন বাংলাদেশের অবস্থান একেবারে ভিন্ন। গত কিছু মাসে ভারতবিরোধী মন্তব্য এবং আক্রমণের পর, অনেকেই বলছেন যে, বাংলাদেশে ইতিহাসের পক্ষে অকৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে। বিশেষ করে হিন্দুদের ওপর ভয়ঙ্কর অত্যাচার, ঘরবাড়ি লুটপাট, মারধর এবং চাকরি থেকে জোর করে ছাঁটাইয়ের মতো অভিযোগ উঠেছে। এখন বাংলাদেশে প্রায় ২ কোটি হিন্দুর বাস এবং তাদের এক বড় অংশের আত্মীয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে বসবাস করছেন। এক সময়ে স্বাধীনতার জন্য সংখ্যালঘুদের বড় অবদান ছিল। কিন্তু এখন তাদেরই উত্‍খাতের ছক কি?

বাংলাদেশের ভারতের ওপর নির্ভরশীলতা নিয়ে অনেকেই তথ্য দিয়ে প্রমাণ করছেন। শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে, ফরাক্কা বাঁধ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ওপার বাংলার বড় অংশে অন্ধকার নেমে আসবে। 

বাংলাদেশের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে। তারা অবিলম্বে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে এবং ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সময় ভারত সরকারের তরফ থেকে ঢাকার ওপর চাপও বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনা আইনত প্রধানমন্ত্রী হলেও বর্তমানে বিষয়টি তীব্র রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করছে। যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বিষয়টি জাতিসংঘে পৌঁছায়, তাহলে বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও কঠিন হয়ে পড়বে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App