×

ভারত

একবিন্দুতে মিলতে পারে… এ আর রাহমান-সায়রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পিএম

একবিন্দুতে মিলতে পারে… এ আর রাহমান-সায়রা

ছবি: সংগৃহীত

   

কিছুদিন আগেই প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছেন এ আর রাহমান ও সায়রা বানু। এর পর থেকেই চর্চায় অস্কারজয়ী গায়ক। সম্প্রতি তাদের আইনজীবী জানিয়েছেন, বিচ্ছেদের কথা ঘোষণা করলেও তাদের পুনর্মিলন হতেই পারে। খবর হিন্দুস্তান টাইমসের

ভিকি লালওয়ানির সঙ্গে ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, বিচ্ছেদের কথা ঘোষণা হলেও পুনর্মিলনের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

এ ব্যাপারে তিনি বলেন, আমি কখনোই বলিনি যে পুনর্মিলন সম্ভব নয়। আমি খুবই ইতিবাচক ভাবনা দেখি। আমি সব সময়ই প্রেম ও রোমান্সের কথা বলি। তারা যে যৌথ বিবৃতি দিয়েছেন, সেটা বেশ স্পষ্ট। সেখানে যন্ত্রণা এবং বিচ্ছেদের প্রসঙ্গ আছে। বিয়েটা দীর্ঘদিনের, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে বিয়েটা। আর সেখান থেকেই এই সিদ্ধান্ত এসেছে। কিন্তু আমি কখনেই বলিনি যে পুনর্মিলন সম্ভব না।

এ আর রাহমান ও সায়রা বানুর তিন সন্তান—খাদিজা, রহিমা ও আমিন। এই তিনজন কার সঙ্গে থাকবেন, অর্থাৎ তাদের দেখভালের দায়িত্ব কে নেবেন? এ বিষয়ে বন্দনা জানান, সন্তানদের মধ্যে কেউ কেউ পূর্ণবয়স্ক। ওরা কার সঙ্গে থাকবে, সেটা ওরা নিজেরাই বেছে নিতে পারবে স্বাধীনভাবে।

কিন্তু এই বিবাহ বিচ্ছেদের পর কি সায়রা বানু আদৌ কোনো খোরপোষ নেবেন? এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করে কোনো মন্তব্য করেননি। তবে এটুকু বলেছেন, সায়রা অর্থলোভী নন। সাদামাটা জীবন কাটাতে তিনি স্বচ্ছন্দ।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর রাহমান ও সায়রা বানুর আইনজীবী যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা তাদের ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App