ভারতে এমপক্সের নতুন সংক্রমণ শনাক্ত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৯ পিএম

ছবি : সংগৃহীত
এমপক্স বা মাঙ্কি পক্সের নতুন রূপ ক্লেড ১বি-এর সংক্রমণ এবার শনাক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। দক্ষিণের রাজ্য কেরালার মলপ্পুরমে এক রোগীর শরীরে এমপক্সের ক্লেড ১বি-র সংক্রমণ ধরা পড়েছে। এমপক্সের এই উপরূপে প্রথম কেউ আক্রান্ত হলেন দেশটিতে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন। দেশে ফেরার পর থেকেই তার বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। খবর এএনআই।
গত মাসেই এমপক্সের নতুন উপরূপ ক্লেড ১ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জানা গেছে, দেশে ফেরার পর থেকে জ্বরে ভুগছিলেন ওই রোগী। চিকেনপক্সের মতো ত্বকে র্যাশ বেরিয়েছিল। পরে চিকিৎসকের পরামর্শ নিতে যান তিনি। সেই সময়ে উপসর্গ দেখে সন্দেহ হয় চিকিৎসকের। নমুনা পরীক্ষা করা হলে শরীরে এমপক্সের সংক্রমণ ধরা পড়ে।
আরো পড়ুন : এমপক্স: ভারতে বিপজ্জনক ‘ক্লেড ১বি’ ভ্যারিয়েন্ট শনাক্ত
এমপক্সের সংক্রমণের হিসাবে অবশ্য কেরালাতে এই রোগী দ্বিতীয় আক্রান্ত। এর আগে দিল্লিতে এক রোগীর শরীরে সংক্রমণ ধরা পড়েছিল। তবে সেটি ছিল ক্লেড ২ উপরূপের সংক্রমণ। কেরালার এই রোগীর শরীরে ধরা পড়েছে এমপক্সের ক্লে়ড ১ উপরূপ, যা নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এমপক্সের নতুন উপরূপ বিশ্বের একাধিক দেশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আফ্রিকায় যে গতিতে সংক্রমণ ছড়িয়েছে, তার জেরে অগস্টে এমপক্স নিয়ে গোটা বিশ্বের জন্য জরুরি অবস্থার সতর্কতা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০২২ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার এমপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মিলেছিল। তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগ সীমাবদ্ধ ছিল। কারণ, মাঙ্কি পক্স পশুবাহিত রোগ। আর যে ধরনের পশুর শরীর থেকে এ রোগ ছড়ানোর আশঙ্কা, তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকার বৃষ্টি বনাঞ্চলে (রেন ফরেস্ট)। চিকেন পক্সের মতো মাঙ্কি পক্সের ক্ষেত্রে কেবল গায়ে র্যাশ কিংবা ফুসকুড়ি বেরোয়। কিন্তু মাঙ্কি পক্সের ক্ষেত্রে সারা গায়ের পাশাপাশি, লসিকাবাহেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে।