×

স্বাস্থ্য

চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার

ছবি: সংগৃহীত

   

দেশের সরকারি হাসপাতালগুলোতে বুধবার ( ৪ সেপ্টেম্বর) থেকে পুরোদমে চিকিৎসাসেবা পুনরায় শুরু হচ্ছে। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় তাদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস পেয়ে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়।

ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আব্দুল আহাদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত চিকিৎসক দল তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ মোতায়েন, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, এবং হামলাকারীদের গ্রেপ্তার।

সিনিয়র স্বাস্থ্য সচিবের সাথে বৈঠকে ৪টি প্রধান দাবি নিয়ে আলোচনা হয়। প্রথম ২টি দাবি ইতোমধ্যে আংশিক বাস্তবায়িত হয়েছে। ঢামেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যেসব এলাকায় এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়নি, সেসব জায়গায় দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।

তৃতীয় এবং চতুর্থ দাবির বিষয়ে, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দাবির দ্রুত বাস্তবায়নে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে, যেখানে আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিত্ব থাকবে।

আরো পড়ুন: নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত: আসতে পারে বিকল্প ব্যবস্থা

এছাড়া বৈঠকে স্বাস্থ্যসেবার বিভিন্ন অসঙ্গতি, যেমন ক্যাডার বৈষম্য এবং রেফারেল সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার ভিত্তিতে সবার সম্মতিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করা হয়, এবং বুধবার থেকে হাসপাতালে চিকিৎসাসেবা পুনরায় শুরু হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App