
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:৪৩ এএম
আরো পড়ুন
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৯৭ রোগী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৫:২৮ পিএম
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে আরো ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এই নিয়ে ডেঙ্গুতে মোট ১৬ জনের মৃত্যু হলো।
রবিবার (৪ জুন) এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৯ জন ঢাকার বাইরের। চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৬ জন। তাদের মধ্যে ৬৮২ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন। বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে আরো ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এই নিয়ে ডেঙ্গুতে মোট ১৬ জনের মৃত্যু হলো।
রবিবার (৪ জুন) এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ৩৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৯ জন ঢাকার বাইরের। চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৭৬ জন। তাদের মধ্যে ৬৮২ জন ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন। বিশেষজ্ঞরা এডিস মশার লার্ভা শনাক্তে ব্যাপক অভিযান পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।