শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত, প্রশ্ন ছুড়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। তবে বিষয়টি নিয়ে বাংলাদেশের কী পদক্ষেপ নেয়া উচিত, এমন প্রশ্ন রেখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা বলেন, আমি আপনাদের মতোই পত্রিকার মাধ্যমে জেনেছি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আমাদের এখন কী করা উচিত?
ভারত থেকে চিঠির জবাবের অপেক্ষায় বাংলাদেশ
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের কাছে পাঠানো চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি বলে জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, "শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি ভারতকে দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাইনি। আমরা ভারতের জবাবের অপেক্ষায় আছি। তাদের উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এসেছে। এর মধ্যে রয়েছে:
- ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা,
- গত ১৬ বছরে গুম ও ক্রসফায়ার,
- পিলখানা হত্যাকাণ্ড,
- শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
পাসপোর্ট বাতিল ও ভ্রমণ পাশ ইস্যু
গুম ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে গুমের অভিযোগে ২২ জন এবং জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
এছাড়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্টও (লাল পাসপোর্ট) বাতিল করা হয়েছে। পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারত সরকার শেখ হাসিনার জন্য একটি ট্রাভেল পাশ ইস্যু করেছে।
বাংলাদেশের প্রতিক্রিয়া
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পক্ষ থেকে চিঠির জবাব পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। তবে এ মুহূর্তে পরিস্থিতি নিয়ে বাংলাদেশ অপেক্ষারত। এই অবস্থায় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।