স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেয়ার কাজ চলছে। ছবি : সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেমন আছে, সেটার আরো উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হতে হবে। এটা আমাদেরও আশা, আপনাদেরও আশা। এটার যাতে আরো উন্নতি হয়, সেজন্য সবসময় চেষ্টা করে যাচ্ছি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের গত পাঁচ মাসে অর্জন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন ৫ মাসে আগে আমাদের পুলিশ, আনসার ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর অবস্থা কী ছিল। তার থেকে এখন অবস্থা ভালো হয়নি? আগের থেকে ডেভেলপ করেছি।’
আরো পড়ুন : আর সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না ডিবি পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।
র্যাব বিলুপ্তি প্রসঙ্গে এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিগত সরকারের সবচেয়ে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।