×

সরকার

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবে : নাহিদ ইসলাম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

   

রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায়বিচার পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কারে আমলাদেরও মত থাকবে, তাদের কথা শোনা হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে ২০২৪-এর ‘রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা’ শীর্ষক অধিবেশনে নাহিদ এসব কথা বলেন।

বিভিন্ন রাজনৈতিক দল ও জোট, বিশিষ্টজন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দু’দিনের জাতীয় সংলাপ চলছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে এই জাতীয় সংলাপ। 

নাহিদ ইসলাম বলেন, যেসব আমলারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আমলারা প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা নৈতিক ও বিধিগতভাবেও ঠিক হয়নি। বিগত রেজিমের (শাসন) আমলারা নানাভাবে লুকিয়ে আছেন, তাদেরও চিহ্নিত করেছি। দ্রুত ব্যবস্থা নেব।

ব্যাপক জনসমর্থন থাকলেও এই সরকারের প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি। তারা এক ধরনের হুমকি দিচ্ছেন। এটার সাহস তারা পেয়েছেন বিগত সময়ে, সেই সময় দেখেছি আমলাতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে। আমলাতন্ত্রনির্ভরতাকে কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে।

অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়ে আজকেও (শুক্রবার) বৈঠক করেছি। আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে। আমলাদের বলছি, জনগণকে সেবা দেয়ার এবং গণতান্ত্রিক ট্রানজিশনটা সঠিকভাবে করতে সহযোগিতা করার এখন সময়। আন্দোলন আন্দোলন খেলা কিংবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেয়নি।

আরো পড়ুন : ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গণতান্ত্রিক করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা নাহিদ

তিনি বলেন, আমাদের একটা নির্দিষ্ট পররাষ্ট্রনীতি থাকবে। যেটি সব দলের ঐকমত্যে হবে। এখানে এক সরকার তার সময়ে ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে, আরেক সরকার হয় ভারতবিরোধী। তবে রাষ্ট্র হিসেবে আমাদের একক পররাষ্ট্রনীতি থাকবে, যেখানে সরকার পরিবর্তন হলেও নীতি পরিবর্তন হবে না। আমাদের অর্থনীতি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যে নির্দিষ্ট নীতিমালা থাকবে। যেগুলো সরকার পরিবর্তনেও কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ইতিবাচক সৌহার্দ্য ও ঐকমত্য আছে। পাশাপাশি সরকারের ভুল ও সীমাবদ্ধতা নিয়ে তারা সমালোচনা করছেন। সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। সরকার ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা সংস্কারকে এ জন্য গুরুত্ব দিয়েছি, যা ১৫ বছর ধরে রাজনৈতিক দলগুলো বলেছে।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App