সচিবালয়ে অগ্নিকাণ্ড: সিসিটিভি ফুটেজ সংগ্রহ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ এএম

ঘটনা তদন্ত করতে আগের কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। ছবি : সংগৃহীত
অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের প্রতিটি দপ্তরে স্থাপিত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভেতরে থাকা সিসি ক্যামেরার ভিডিও এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। তবে ভিডিওতে অগ্নিকাণ্ডের কারণ বোঝা গেছে কি না এ বিষয়ে তিনি কিছু বলেননি। সাংবাদিকদের তিনি তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন।
সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপিসহ ৫ শতাধিক নিরাপত্তারক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে সাতটি টাওয়ার রয়েছে, সেগুলোতেও গার্ড থাকেন।
আরো পড়ুন : সচিবালয়ে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন
এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করতে আগের কমিটি বাতিল করে নতুন করে আট সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও আশা করা হচ্ছে।
বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে।