×

সরকার

বিজয় দিবসে রাষ্ট্রপতির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে যা জানা যাচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম

বিজয় দিবসে রাষ্ট্রপতির ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান নিয়ে যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

   

গত ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত জনসভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখেছে ফ্যাক্ট চেকিং ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। তাদের টিম অনুসন্ধান করে জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো ভিডিওটি সম্প্রতি বা বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার নয়। সেটি ২ বছর আগে পাবনায় নাগরিক সমাজের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্যের।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে রিউমর স্ক্যানারের দলটি। তাতে তারা দেখতে পায়, মূলধারার গণমাধ্যম মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে ‘সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক শিরোনামে ২০২৩ সালের ১৬ মে ভিডিওটি প্ররিত হয়। 


দলটি বলছে, ওই ভিডিওতে ২ ঘণ্টা ৫৪ মিনিটের পরের দৃশ্যের সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। যেখানে মাছরাঙা চ্যানেলের লোগোও রয়েছে। এতে প্রমাণিত হয়, দাবিকৃত ভিডিওটি মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে প্রচারিত সেই ভিডিও থেকে নেয়া হয়েছে। 

তারা আরো বলছে, এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দেখা যায়; ২০২৩ সালের ১৬ মে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুতরাং, প্রায় ২ বছর পুরোনো একটি অনুষ্ঠানে তার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার ভিডিও সম্প্রতি বিজয় দিবসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App