×

সরকার

বাংলাদেশের সার্বভৌমত্বে হুমকি, যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

বাংলাদেশের সার্বভৌমত্বে হুমকি, যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের উদ্বেগজনক আশঙ্কা নেই। ছবি : সংগৃহীত

   

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে উপলক্ষে রাজধানীর পূর্বাচলে সিভিল ডিফেন্স স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো একই অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এজন্য বাংলাদেশের মিডিয়াগুলোকে সত্য খবর প্রকাশ করে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দেয়ার অনুরোধ জানার স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশের সর্বভৌমত্ব হুমকির মুখে আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মুখে নেই। আমরা সব এক সঙ্গে ভারতের মিডিয়ার মিথ্যা প্রচারণা বন্ধ করব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, একটা দেশ অন্য দেশ নিয়ে নগন্য ও মিথ্যা তথ্য প্রচার করতে পারে, এটা শুধু ভারতের মিডিয়ায় পারে অন্য সব মিডিয়া পারে না। আমরা যারা এই দেশে আছি সবাই একসঙ্গে এটার প্রতিবাদ করব।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্যি ঘটনা প্রকাশ করবেন, সেই সময় ওদের মুখে চুলকালি পড়বে।

সব রাজনৈতিক দল জাতীয় ঐকের ডাক দিয়েছে, বিষয়টি কি ইতিবাচক প্রভাব ফেলবে- এ প্রশ্নে তিনি বলেন, আমরা যখন সবাই এক সঙ্গে হব অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। এতে করে আমরা সবাই এক সঙ্গে কাজ করব, একসঙ্গে প্রতিবাদ করতে পারব। এটা খুবই ভালো দিক।

বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি বলেন, আমার মনে হয় তার দেশেই শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন। তার দেশেরটা বলতে গিয়ে ভুলে বলে ফেলেছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী দরকার। তার দেশে সংখ্যালঘুদের কীভাবে অত্যাচার করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে, এজন্য তার দেশে শান্তিরক্ষী বাহিনী দরকার।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App