×

সরকার

প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

প্রথমবার সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

   

উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে প্রথমবার সচিবালয়ে অফিস করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ের প্রবেশ করেন। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা। উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। 

আরো পড়ুন : রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেব: ড. ইউনূস

মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্টরা জানান, এই কক্ষটিকে মন্ত্রিসভার জন্য প্রস্তুত করা হলেও দীর্ঘদিন যাবৎ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় না। বছরে দু-একবার সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এবার প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে ধুয়ে-মুছে সবকিছু পরিষ্কার করা হয়েছে।

বিগত সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত সচিবালয়ের এক নম্বর ভবনের চতুর্থ তলার মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হতো।

এর আগে ২০১৭ সালে সচিবালয়ের এক নম্বর ভবনকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এরপর সচিবালয়ের ২০ তলা বিশিষ্ট ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা বৈঠকের জন্য আলাদা আরেকটি কক্ষ প্রস্তুত করা হয়।

কিন্তু ২০১৯ সালে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর ৬ নম্বর ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই সাধারণত মন্ত্রিসভার বৈঠকগুলো প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হতো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App