সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে ট্রাইব্যুনালে আনা হলো না কেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৪ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তবে, অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।
সোমবার ( ১৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন।
আজ যারা ট্রাইব্যুনালে হাজির যারা হলেন:
- সাবেক মন্ত্রী আনিসুল হক
- ফারুক খান
- ডা. দীপু মনি
- রাশেদ খান মেনন
- হাসানুল হক ইনু
- শাহজাহান খান
- জুনাইদ আহমেদ পলক
- সালমান এফ রহমান
- ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী
- কামাল আহমেদ মজুমদার
- গোলাম দস্তগীর গাজী
- অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক
- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম
এদিকে, আজকের শুনানির সময় গণহত্যার মামলার তদন্তের জন্য তদন্ত সংস্থা আরও সময় বৃদ্ধির আবেদন জানাবে।