আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সফল হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ১০০ দিন উপলক্ষে নিজ কার্যালয়ে একটি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট উপদেষ্টা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল হয়েছি। সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে।
দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই তার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় সাফল্য। দেশব্যাপী আইনশৃঙ্খলার আরো উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালাতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম তার মন্ত্রণালয়ের এখতিয়ারে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।
আরো পড়ুন : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছেই না, সরকারের পদক্ষেপ কী?