×

সরকার

দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুর্গাপূজায় সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আগের চেয়ে বরাদ্দ বাড়িয়েছে সরকার। ছবি : সংগৃহীত

   

আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আগের চেয়ে বরাদ্দ বাড়িয়েছে সরকার। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আরো জানান, এ বছর সারাদেশে সম্ভাব্য ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে। তবে এই সংখ্যা আরো বাড়তেও পারে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বৈঠকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন সম্প্রদায়ের নেতাদের মাধ্যমে সারাদেশ থেকে এখনো কোনো পূজামণ্ডপের তালিকা দেয়া হয়নি। এ বছর সম্ভাব্য মণ্ডপের সংখ্যা ৩২ হাজার হতে পারে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৭টি ও উত্তর সিটিতে ৮৮টি মণ্ডপ। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে। গত বছর মোট পূজামণ্ডপের সংখ্যা ছিল ৩৩ হাজার ৪৩১টি। এসব পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। দুর্গাপূজার সময় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক ভারতে যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে (ভারত) পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। আমি সবাইকে অনুরোধ করছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে পূজা দেখার জন্য আমাদের লোক ওপারে না যায়। ওপারের লোকও যেন এপারে না আসে। এর জন্য ব্যবস্থা নিতে হবে।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আসন্ন দুর্গাপূজায় প্রধান উপদেষ্টা ৪ কোটি টাকা বরাদ্দ করেছেন। জেলা প্রশাসকদের মাধ্যমে অসচ্ছল মণ্ডপগুলোতে এই টাকা বিতরণ করা হবে। আগে প্রতি পূজামণ্ডপের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়া হতো, আমার মন্ত্রণালয় থেকে এটা আরো ২০০ কেজি পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছি।

পূজায় কোনো দুষ্কৃতকারী বাধা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, বিজয়া দশমীর দিন আকাশে হেলিকপ্টার ও পানিতে ডুবুরি থাকবে। মাদ্রাসার ছাত্ররা বলেছেন, পূজা কমিটি যদি চায়, তাহলে তারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে। এ সময় গত দিনগুলোতে বিশেষ করে ২০২১ সালে শারদীয় দুর্গোৎসবে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচারের আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার স্বেচ্ছাসেবক নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক নিয়োগ হবে একটু আলাদা। বাংলাদেশের যে কোনো নাগরিককে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এই স্বেচ্ছাসেবকদের সময় নির্ধারণ করে দেয়া হবে। যেমন- একদল স্বেচ্ছাসেবক রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত, আরেক দল স্বেচ্ছাসেবক রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করবে। তাদের সংখ্যা সর্বনি¤œ রাতে ৩ জন এবং দিনে ২ জন হবে। ব্যবস্থা নেয়া হবে যানজট নিরসনেও। এছাড়া আজান এবং নামাজের সময় মাইক বা বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা হয়েছে। গত কয়েক বছরে কুমিল্লার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে যে হামলা হয়েছে তার বিচার চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। ১৩ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App