কেজিতে পেঁয়াজের দাম কমলো ১৫ টাকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

ছবি: সংগৃহীত
ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে যে ন্যূনতম মূল্য নির্ধারণ করেছিল, সেটি তুলে নিয়েছে। একইসঙ্গে, রপ্তানিতে আরোপ করা ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে দেশটি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণবিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এই ঘোষণা দেয়। নতুন এ সিদ্ধান্তের ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।
এই সিদ্ধান্তের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের বাজারে দেখা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০-১৫ টাকা কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরো কমবে বলে আশা করা হচ্ছে।
গত মে মাসে, অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ায় ভারত পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য ৫৫০ ডলার নির্ধারণ করেছিল। সেইসঙ্গে, রপ্তানিতে শুল্কও ৪০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। তবে নতুন সিদ্ধান্তে এই শর্তগুলো তুলে নেয়া হয়েছে।
দেশের বাজারে এর প্রভাব শুরু হয়েছে রাজধানীর খুচরা বাজারে। মাত্র একদিনের ব্যবধানে, আমদানি করা পেঁয়াজের দাম ১০০-১০৫ টাকায় নেমে এসেছে, যেখানে শুক্রবার তা ছিল ১২০ টাকা। যদিও দেশি পেঁয়াজের দাম এখনও ১১০-১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শ্যামবাজারের ব্যবসায়ী শংকর চন্দ্র ঘোষ বলেন, ভারত পেঁয়াজ রপ্তানির শর্ত তুলে নিয়েছে এবং শুল্কও কমিয়েছে। এর ফলে বাজারে পেঁয়াজের দাম আরো কমবে বলে আশা করছি।
হিলি সীমান্তেও এর প্রভাব দেখা যাচ্ছে। সেখানে নাসিক ও ইন্দোর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৪-৮৬ টাকায়, যেখানে দেশি পেঁয়াজের দাম ৯৫-১০০ টাকা। গত সপ্তাহের তুলনায়, কেজি প্রতি পেঁয়াজের দাম ১০ টাকা পর্যন্ত কমেছে।
আরো পড়ুন: চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল
ভারত বিশ্বের অন্যতম বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীল।