বয়সসীমা ৩৫, প্রজ্ঞাপনের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম

বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আমরণ অনশন
সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায়। গত সোমবার থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। গত ১২ বছর ধরে তারা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু তাদের দাবি এখনো মেনে নেয়া হয়নি।
বেকার শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসেন। তারা বারবার আন্দোলন করতে চান না, তাই এবার প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরতে চান। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে জানান।
সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জাতীয় জাদুঘরের সামনে অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে ৯টার দিকে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিটি বয়স বাড়ানোর সুপারিশ করলেও সরকার এখনো প্রজ্ঞাপন জারি করেনি। আমরা গত রোববার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কিছুই হয়নি। আমরা আর রাস্তায় থাকতে চাই না, পড়ার টেবিলে ফিরে যেতে চাই। তাই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হচ্ছে না, আমরা শাহবাগ ছাড়ছি না। ইতোমধ্যে প্রায় ২৫ জন ৩৫ প্রত্যাশী অনশনে বসেছেন।
সকাল থেকে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা স্লোগান দিতে থাকেন—‘আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, ৩২-৩৩ বুঝি না, ৩৫ ছাড়া মানি না, ২৪ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’।
শাহবাগ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খালিদ মনসুর জানান, সকাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে না, তাই কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেয়া হচ্ছে না।