সাহায্য না করায় পশ্চিমাদের গালাগাল করলেন জেলেনস্কি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সাহায্য না করায় পশ্চিমাদের বাজে ভাষায় গালাগাল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সম্প্রতি মার্কিন সাংবাদিক লেক্স ফ্রিডম্যানের সঙ্গে একটি সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের সম্পর্কে কথা বলার সময় এ আচরণ করেন জেলেনস্কি। খবর তাসের।
জেলেনস্কি সাক্ষাৎকারের সময় রাশিয়ার ভাষায় অশালিন শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছেন মার্কিন সাংবাদিক।
সাংবাদিকের পরামর্শ অনুযায়ী রুশ ভাষায় সাক্ষাৎকার না দিলেও তার অফিস থেকে প্রকাশিত ভিডিওতে বহুবার রুশ ভাষা ব্যবহার করে অশালিন কথা বলেছেন তিনি।
জেলেনস্কির ধারণা, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারির আগেও কিয়েভে নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহের মাধ্যমে মস্কোকে ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছিল পশ্চিমা মিত্ররা।
তিনি বলেন, অনেকে পূর্বাভাস সত্ত্বেও আমি অনুরোধ করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলোও অস্ত্র দিয়ে আমাদের শক্তিশালী করুন। কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো সাহায্যই পাইনি।
আরো পড়ুন : ইউরোপে ৩০ শতাংশ কমেছে রাশিয়ার গ্যাস সরবরাহ