×

ইউরোপ

এবার নরওয়েতে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

এবার নরওয়েতে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমান

ছবি : সংগৃহীত

   

বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনার এক ভয়াবহ দিন রবিবার (২৯ ডিসেম্বর) নানা ঘটনাপ্রবাহে পরিণত হয়। দক্ষিণ কোরিয়া, কানাডা এবং নরওয়ের তিনটি পৃথক বিমান দুর্ঘটনার খবর সারাবিশ্বে উদ্বেগ ছড়িয়েছে। তবে এসবের মধ্যে নরওয়েতে ঘটনার পরও সবাই অক্ষত থাকায় স্বস্তি পাওয়া গেছে।  

রবিবার (২৯ ডিসেম্বর) নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের যাত্রীবাহী বিমান (ফ্লাইট নম্বর কেএল১২০৪)। উড্ডয়নের পরপরই কোনো ত্রুটির কারণে বিমানটি আবারো নরওয়ের অসলো টর্প সানডেফজর্ড বিমানবন্দরে ফিরে আসে। 

জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। বিমানে থাকা ১৮২ জন যাত্রী অক্ষত থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বিবৃতিতে জানানো হয়েছে, বিমানটি রানওয়ে ১৮-এর ডান দিকে ছিটকে পড়ার পরও যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।  

একই দিনে সকালে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে অবতরণের সময় ১৮১ আরোহী নিয়ে জেজু এয়ারের একটি বিমান বিধ্বস্ত হয়। 

এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে। দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি আরোহীদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনা বিশ্ববাসীকে শোকাহত করেছে।  

রবিবার তৃতীয় আরেকটি ঘটনা ঘটে কানাডার হালিফাস্ক বিমানবন্দরে। এয়ার কানাডার একটি বিমান অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় এবং সঙ্গে সঙ্গে বিমানের এক অংশে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  

বিশ্বজুড়ে একদিনে ঘটে যাওয়া এই তিনটি বিমান দুর্ঘটনা আবারও বিমান নিরাপত্তা ব্যবস্থার প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিমান নিরাপত্তা ত্রুটি বা যান্ত্রিক ত্রুটির বিষয়ে নতুন করে আরো সচেতনতা ও পদক্ষেপ নেয়ার সময় এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App