আরো এফ-১৬ যুদ্ধবিমান পেলো ইউক্রেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে। ছবি : সংগৃহীত
মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমানের আরো একটি চালান হাতে পেয়েছে ইউক্রেন। ন্যাটো সদস্য ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে। খবর দ্যা কিয়েভ ইন্ডিপেনডেন্টের।
গত শনিবার এফ-১৬ যুদ্ধবিমানের নতুন চালান পাওয়ার কথা ঘোষণা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে কয়টি বিমান তিনি হাতে পেয়েছেন, এ তথ্য পরিষ্কার করেননি। এসব বিমান এরইমধ্যে ইউক্রেনের বাহিনীতে যুক্ত করা হয়েছে কিনা তাও তিনি স্পষ্ট করেননি।
জেলেনস্কি বলেন, এর আগে ইউক্রেনের পক্ষ থেকে যেসব যুদ্ধবিমান দেয়া হয়েছিল তা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কাজ করছে।
আরো পড়ুন : রাশিয়ায় সপরিবারে আশ্রয় নিয়েছেন আসাদ
এক্স পোস্টে ইউক্রেনের নেতা বলেন, ডেনমার্ক থেকে এফ-১৬ যুদ্ধবিমানের নতুন চালান পাওয়ার পর আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হলো। এজন্য আমি ইউক্রেনের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেনকে ধন্যবাদ জানাই।
২০২৩ সালে মার্কিন প্রশাসন ন্যাটো মিত্রদেরকে ইউক্রেনের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার অনুমতি দেয়। ইউক্রেনের পাইলটরা যাতে এসব বিমান পরিচালনা করতে পারে সেজন্য পশ্চিমা কয়েকটি দেশ তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে।
গণমাধ্যমের খবর থেকে জানা যায়- পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ৮০টি যুদ্ধবিমান দেবে বলে কথা রয়েছে। এরমধ্যে শুধু ডেনমার্ক একাই ১৯টি এফ-১৬ জঙ্গিবিমান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।