জার্মানিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে হামলা, নিহত ৩

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:৫৬ এএম

ছবি : সংগৃহীত
জার্মানির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রবিবার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়।
উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে জার্মান সংবাদপত্র ‘বিল্ড’।
তাদের প্রতিবেদনে বলা হয়, এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দেশটির পুলিশের মুখপাত্র আলেকজান্ডার ক্রেস্তাকে জানিয়েছেন, অসংখ্য প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার পর অনুমান করতে পেরেছি হামলাটি একজন ব্যক্তি করেছে।
জোলিঙ্গেনের মেয়র টিম কুর্জবাচ বলেছেন, রাতে শহরের ঘটে যাওয়া হামলায় আমরা সবাই হতবাক এবং আতঙ্ক মধ্যে আছি। আমরা সবাই একসঙ্গে আমাদের শহরের বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম, এখন আমাদের মৃত এবং আহতদের শোক করতে হবে।
আরো পড়ুন : ইউক্রেন সীমান্তে বেলারুশের এক-তৃতীয়াংশ সেনা মোতায়েন