আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৫:১০ পিএম

গাজী মাযহারুল আনোয়ার

আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০-এ আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। আগামী শনিবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হবে।
ওই অনুষ্ঠানে আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।
ছয় দশকের সঙ্গীতের ক্যারিয়ারে জয় বাংলা বাংলার জয়, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, শুধু গান গেয়ে পরিচয়সহ ২০ হাজারের মতো গান রচনা করেছেন বর্ষীয়ান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১৯৬৪ সালে রেডিও পাকিস্তান ও বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের এ স্রষ্টা এর আগে একুশে পদক পান। ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার পান তিনি।