পূজার গানে স্পর্শিয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

‘আসছে মা দুর্গা’ গানের একটি দৃশ্য

কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গাওয়া ‘আসছে মা দুর্গা’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গানের কথা, সুর ও সংগীত করেছেন লিংকন।
সম্প্রতি নারায়গঞ্জে শুটিং শেষ হয়েছে গানটির। এর ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক অনন্য মামুন। গানটিতে স্পর্শিয়ার সঙ্গে রয়েছেন অভিনেতা সুমিতও।
এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, বিশাল আয়োজনে ‘আসছে মা দুর্গা’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানটির বার্তাও দারুণ। সব মিলিয়ে দারুন একটি কাজ হবে বলে আমার বিশ্বাস।
এ ব্যাপারে তিনি আরো বলেন, গানের ভিডিওতে মডেল হওয়ার প্রস্তাব প্রায়ই আসে। কিন্তু করা হয় না। এবার পূজা ও পরিচালক অনন্য মামুন এই গানের জন্য প্রস্তাব আনলে গানটি শুনে ভালো লেগে গেল।
তাছাড়া ভিডিও তৈরির আয়োজন, বাজেট সবকিছুই ভালো লেগেছে। এ কারণেই কাজটি করা। উল্লেখ্য, আসন্ন দুর্গা পূজাতে গানটি কণ্ঠশিল্পী পূজার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।