
প্রিন্ট: ১১ মে ২০২৫, ০৫:১২ এএম
আরো পড়ুন
আজ জগজিৎ সিং- এর জন্মদিন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৫৬ পিএম

গজলের কথা মনে পড়লেই কেন যেন মনে এসে যায় একটি নাম। তিনি জগজিৎ সিং। আজ তাঁর জন্মদিন। অনন্য এই প্রতিভা সারাজীবন শুধু দিয়েই গেছেন।
গজলের মতো একটি উচ্চামার্গীয় সংগীতকে সর্বশ্রেণির শ্রোতাপ্রিয় করতে তাঁর রয়েছে ব্যাপক ভূমিকা। গজলের মতো শুদ্ধ সংগীতকে তিনি বলিউড চলচ্চিত্রে ব্যবহারের মতো দুঃসাহসও দেখিয়েছেন। বিতর্কিত হননি। কেননা, তাঁর ওপর আস্থা ছিল সবার।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

গজলের কথা মনে পড়লেই কেন যেন মনে এসে যায় একটি নাম। তিনি জগজিৎ সিং। আজ তাঁর জন্মদিন। অনন্য এই প্রতিভা সারাজীবন শুধু দিয়েই গেছেন।
গজলের মতো একটি উচ্চামার্গীয় সংগীতকে সর্বশ্রেণির শ্রোতাপ্রিয় করতে তাঁর রয়েছে ব্যাপক ভূমিকা। গজলের মতো শুদ্ধ সংগীতকে তিনি বলিউড চলচ্চিত্রে ব্যবহারের মতো দুঃসাহসও দেখিয়েছেন। বিতর্কিত হননি। কেননা, তাঁর ওপর আস্থা ছিল সবার।