টলিপাড়ার নায়িকাদের নিয়ে ‘দিদি নাম্বার ওয়ান’ বিশেষ পর্ব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১, ০৩:৩৪ পিএম

শুক্রবার প্রচার হচ্ছে দিদি নাম্বার ওয়ান

রচনা বন্দোপাধ্যায়
এবার একসঙ্গে পর্দায় হাজির হতে চলেছেন মিমি, নুসরত, তনুশ্রী, পায়েল। সঙ্গে থাকবেন সকলের প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নম্বর ওয়ান’ এর মঞ্চে এবার হাজির হতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীরা।
মিমি, নুসরত, তনুশ্রী, পায়েলদের নিয়ে ইতোমধ্যেই শুটিং করে ফেলেছেন রচনা। শুটিং চলাকালীন বেশ খোশ মেজাজে দেখা গেল তারকাদের। এই অনুষ্ঠানে সবুজ রঙের সালোয়ার কুর্তায় বেশ গর্জিয়াস দেখাচ্ছিল মিমি চক্রবর্তীকে। নুসরত হাজির হয়েছিলেন নীলাম্বরী শাড়িতে। পায়েল পরেছিলেন হলুদ রঙের লম্বা গাউন। কালো ব্লাউজের সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন স্টাইলে শাড়ি পরে নজর কাড়লেন তনুশ্রী। আর রচনার পরেছিলেন কালো গর্জিয়াস শাড়ি।
শুক্রবার বিকেল ৫টায় দেখতে পাবেন ‘দিদি নম্বর ওয়ান’ এর এই বিশেষ পর্ব।
বিশেষ এই পর্বে গান শোনাতে হাজির থাকবেন গায়ক অনীক ধর। থাকবেন কৌতুকশিল্পী অভিনেতী কাঞ্চন মল্লিক। ‘দিদি নম্বর ওয়া ‘ এর এই বিশেষ পর্বের প্রমোটি সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই এটি দেখতে আগ্রহী দর্শকরা।