×

বিনোদন

ঐশ্বরিয়ার জন্য বাজেভাবে যে নায়িকাকে ঠকান অভিষেক!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ এএম

ঐশ্বরিয়ার জন্য বাজেভাবে যে নায়িকাকে ঠকান অভিষেক!

ছবি: সংগৃহীত

   

অভিষেক কিন্তু ঠকাচ্ছেন, সাবধান করেছিলেন বন্ধু বিপাশা বসু! কিন্তু শুনতে চাননি বলিউডের সুন্দরী নায়িকা। ফলও পেয়েছিলেন হাতেনাতে। ঐশ্বরিয়ার প্রেমে পড়ে সেই নায়িকাকে কার্যত ছুড়ে ফেলে দিয়েছিলেন অভিষেক বচ্চন। বলিউডে এই গসিপ নিয়ে আজও হয় চর্চা। কে সেই নায়িকা? 

অভিনেত্রীর নাম দীপান্বিতা শর্মা। আসামের স্বাধীনতা সংগ্রামীর পরিবারে জন্ম নেন তিনি। মডেলিং দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। কিছু দিনের মধ্যেই মেলে অভিনয়ের সুযোগ। আর এই অভিনয়ের সুবাদেই আলাপ হয় অভিষেক বচ্চনের সঙ্গে। 

শোনা যায়, দীপান্বিতাকে দেখার পরই নাকি প্রেমে পড়ে যান অভিষেক। তবে পুরো দুনিয়ার সামনে প্রেম স্বীকার করতে রাজি হননি তিনি।

প্রথম দিকে বিষয়টি নিয়ে আপত্তি ছিল না দীপান্বিতার, তবে হঠাৎই তাদের সম্পর্কের মাঝে আগমন ঘটে তৃতীয় ব্যক্তির। সেই ব্যক্তি আর কেউ নন ঐশ্বরিয়া রাই বচ্চন।

অভিষেকর জন্মদিনে একবার বড় পার্টির প্ল্যান করেছিলেন দীপান্বিতা। অভিনেতা যাননি। জানিয়েছিলেন, বাবা অমিতাভ নাকি অসুস্থ। 

তবে সেই দিনই নিজের বাড়িতে জন্মদিনের পার্টি দিয়েছিলেন এই তারকা নিজেই। আর সেই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বরিয়া। যেখানে আমন্ত্রিত ছিলেন না দীপান্বিতা।

সম্পর্কের শেষ সুতোটুকুও ছিড়ে যায় যখন গুরুর প্রিমিয়ারে সবার সামনে ঐশ্বরিয়াকে প্রপোজ করে বসেন অভিষেক। বিশ্বসুন্দরীও সাড়া দেন। নিঃশব্দে সরে যান দীপান্বিতা। 

পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিষেকের সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে অতীত খুঁড়তে চাননি তিনি। শুধু বলেছিলেন,‘অভিষেক কখনই আমার বন্ধু ছিল না।’

এই মুহূর্তে সুখে সংসার করছেন দীপান্বিতা। তার স্বামী দিলসার সিং পেশায় ব্যবসায়ী। অন্যদিকে অভিষেকও ঐশ্বরিয়ার গলায় মালা দিয়ে তার সন্তানের বাবা হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App