এবার ‘ডাইনি’ হয়ে আসছেন মিমি!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম

মিমি চক্রবর্তী
নিজের জন্মদিনে রক্তমাখা মুখ, হাতে কাটারি- এমন চমকপ্রদ লুকে ধরা দিলেন মিমি চক্রবর্তী। তার নতুন ওয়েব সিরিজ ‘ডাইনি’-র প্রথম পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।
মিমির এই লুক দেখেই প্রশ্ন উঠছে, তবে কি এবার ডাইনির চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে?
পরিচালক নির্ঝর মিত্র অবশ্য বিষয়টি স্পষ্ট করে জানালেন, ‘ডাইনি হত্যার প্রথা’র বিরুদ্ধে সরব হওয়ার জন্যই এই সিরিজ তৈরি করেছেন তিনি। এখনো রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কুসংস্কারের শিকার হয়ে বহু নারীকে ডাইনি অপবাদ দিয়ে হত্যা করা হয়। এই সিরিজ সেই অন্ধকার বাস্তবের বিরুদ্ধেই প্রতিবাদ জানাবে।
গত বছর কলকাতা ও উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিং শেষ হয়েছে। পরিচালক জানিয়েছেন, ‘ডাইনি’-র মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে ‘সারভাইভাল থ্রিলার’ ঘরানাকে নতুনভাবে ফিরিয়ে আনতে চান তিনি।
এই সিরিজের কাহিনি গড়ে উঠেছে উত্তরবঙ্গের প্রেক্ষাপটে, যেখানে দুই বোনের জীবনসংগ্রামের গল্প বলা হবে। তবে সম্পূর্ণ চিত্রনাট্য এখনই প্রকাশ করতে নারাজ পরিচালক।
মিমির চরিত্র কেমন? এই প্রশ্নের উত্তরে পরিচালক জানান, ‘‘পোস্টারের মতোই সিরিজেও মিমিকে নতুনভাবে দেখতে পাবেন দর্শক।
‘ডাইনি’ ওয়েব সিরিজে মিমি চক্রবর্তীর পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, শ্রুতি দাস ও বিশ্বজিৎ দাস। সিরিজটি মুক্তি পাবে আগামী মাসেই।
আরো পড়ুন: আলিঙ্গনের উষ্ণ আদর ওষুধের মতো কাজ করে, ‘হাগ ডে’ নিয়ে মধুমিতা, ঋতাভরী