ব্যক্তিগত ভিডিও ফাঁস, অভিযুক্তকে ক্ষমা করলেন টিকটক তারকা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম

পাকিস্তানি টিকটক তারকা ইমশা রেহমান। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমা করার কথা জানালেন পাকিস্তানি টিকটক তারকা ইমশা রেহমান। গত বছরের নভেম্বর মাসের শেষে তার টিকটক অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে ফাঁস হয় তার ব্যক্তিগত ভিডিও।
পাকিস্তানি গণমাধ্যমের খবর, ভিডিও ফাঁসের এ ঘটনায় আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ইসলামাবাদের একটি আদালতে তোলা হয়। আর এ ঘটনায় অভিযুক্ত আজিজ অনুতপ্ত বলেও জানিয়েছেন। যার ফলে তার জামিনের বিরোধিতা করা হয়নি বলে জানালেন ইমশার আইনজীবী হাদি আলি।
তবে আদালতে শুনানি চলাকালে আবদুল আজিজকে শর্ত সাপেক্ষে ক্ষমা করার কথা জানান ইমশা।
২০০২ সালে লাহোরে জন্ম নেন ইমশা। হালের জনপ্রিয় এই টিকটক তারকার পরিচিতি রয়েছে বাংলাদেশেও। ইমশা রেহমান বিভিন্ন ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা পেয়েছেন। তিনি টিকটক ও ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়। তার টিকটক অ্যাকাউন্টে দুই লাখের বেশি ফলোয়ার রয়েছে। এমনকি ইনস্টাগ্রামে তার ফলোয়ারও লাখের বেশি।
আরো পড়ুন : সালমানকে হত্যার পরিকল্পনা, গ্রেপ্তার ২ জনের জামিন