সাবিনা ইয়াসমিনের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ পিএম

সাবিনা ইয়াসমিন
দেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গেল শুক্রবার রাতে মঞ্চে পারফর্ম করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এই কিংবদন্তি শিল্পী।
সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার বিষয়ে তার মেয়ে ইয়াসমীন ফাউরুজ বাঁধন জানান, ‘আম্মুর এখন কোনো জটিলতা নেই। তিনি সুস্থ আছেন। তবে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, আপাতত তিনি যেন বিশ্রামে থাকেন। তাই এখন কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না।’
এর আগে শিল্পীর সহকর্মী জাহাঙ্গীর সাইদ জানিয়েছিলেন, ‘তার অবস্থা এখন অনেক ভালো। কোনো সমস্যা নেই। কেবিনে আনা হয়েছে এবং আমাদের সঙ্গে কথা বলছেন। চিকিৎসক জানিয়েছেন, আগামীকাল বাসায় যেতে পারবেন।’
উল্লেখ্য, গেল শুক্রবার এইচএসবিসি আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক অনুষ্ঠানে মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমিন। সেখানে প্রায় দেড় ঘণ্টা গান গাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয় তাকে।