প্রেম করে মন্ত্রীকে বিয়ে, এখন ১২৪ কোটির মালিক অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০২ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাধিকার জীবন গল্প যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। মাত্র ১৪ বছর বয়সে রুপালি পর্দায় অভিষেকের মাধ্যমে শুরু হয় তার তারকাখ্যাতির যাত্রা। তবে তার ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েনই বারবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
রাধিকা ২০০২ সালে ‘নীলা মেঘা শামা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৩ সালে ‘ইয়ারকাই’ সিনেমায় ‘ন্যান্সি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন এবং লাইমলাইটে চলে আসেন। তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা এবং অন-স্ক্রিন উপস্থিতি তাকে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ মুখে পরিণত করে।
রাধিকার ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে। অল্প বয়সেই তিনি ব্যবসায়ী রতন কুমারের প্রেমে পড়েন এবং তাদের বিয়ে হয়। কিন্তু বাবার মৃত্যুর পর পারিবারিক টানাপড়েন শুরু হয়, যা শেষ পর্যন্ত তাদের বৈবাহিক জীবনের অবসান ঘটায়।
এরপর ২০০৬ সালে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর সঙ্গে গোপনে বিয়ে করেন রাধিকা। এই সম্পর্ক তারা চার বছর গোপন রাখেন। ২০১০ সালে যখন তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে, তখন চারদিক জুড়ে শুরু হয় বিতর্ক।
জানা যায়, কুমারস্বামীর এটি দ্বিতীয় বিয়ে এবং তিনি তার প্রথম স্ত্রীকে ছেড়ে যাননি। এই বিয়েতে রাধিকার বাবা ছিলেন কঠোর বিরোধী, কিন্তু ভালোবাসার টানে পরিবারের ইচ্ছাকে উপেক্ষা করে রাধিকা এই সিদ্ধান্ত নেন।
রাধিকার অভিনয় ক্যারিয়ার খুব বেশি সাফল্য পায়নি। তবে ব্যবসায়িক ক্ষেত্রে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ কোটি রুপি, যা কুমারস্বামীর স্ত্রী হওয়ার পর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।
আরো পড়ুন: ‘আমাকে শান্তিতে থাকতে দেন’