জহির রায়হানের ৫৩তম অন্তর্ধান দিবস পালন

বিনোদন প্রতিবাদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
-679c6bef43cbd.jpg)
ছবি: সংগৃহীত
শহীদ বুদ্ধিজীবী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৫৩ তম অন্তর্ধান দিবসে আলোচনা ও স্মরণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে। আয়োজনে শহীদ বুদ্ধিজীবী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের জীবন ও কর্ম আলোচনা করেন সমাজকর্মী মনিরুজ্জামান মুকুল।
সভায় সভাপতিত্ব করেন জহির রায়হান ফিল্ম ইনস্টিটিটিউটের প্রশাসনিক পরিচালক শারমিনা চৌধুরী এবং সভাপতিত্ব করেন নির্মাতা প্রদীপ ঘোষ। চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক প্রদীপ ঘোষ বলেন, মহান গল্পকার ও উপন্যাসিক, নির্মাতার কাছ থেকে জীবন থেকে নেয়ার মত অসাধারণ চলচ্চিত্র পেয়েছি।
সেই সময়টিতে এ চলচ্চিত্রটি নিষিদ্ধ করেছিলো পাকিস্তান সরকার। প্রতীকী ভাবে তিনি পাকিস্তান রাস্ট্রব্যবস্থার স্বৌরশাসনের বিরুদ্ধে বাঙ্গালির মনোজগতে নাড়া দিয়েছিলেন। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিটিউটের উদ্যোগে প্রতিবছর আমরা মাতৃভাষার চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকি। কারণ শহিদ জহির রায়হান ভাষা আন্দোলনের অন্যতম যোদ্ধা এবং ১৪৪ ধারা ভঙ্গ করে প্রথম যে দশজনের দল রাস্তায় নেমে এসেছিলো তাদের একজন। এ সময় তিনি গ্রেফতার হয়েছিলেন।
বক্তারা বলেন, জহির রায়হান আমাদের কাছে একটি চেতনার নাম। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিটিউট সেই চেতনাকে অগ্রসর করার কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করি স্বল্পমেয়াদী কোর্স সমূহে জহির রায়হানের রাজনৈতিক ভাবনার প্রতিফলিত সাহিত্য ও চলচ্চিত্রকে অনুধাবন করার কাজটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে।