৮-১০ ঘণ্টা দাঁড়িয়ে যে গানটি রেকর্ডিং করেছিলেন লতা মঙ্গেশকর!

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

লতা মঙ্গেশকর
‘রং দে বাসন্তী’ সিনেমার জনপ্রিয় গান ‘লুকা চুপি’ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। গানটি সুর করেছেন কিংবদন্তি এ আর রহমান, আর কণ্ঠ দিয়েছেন প্রয়াত সংগীতশ্রেষ্ঠা লতা মঙ্গেশকর।
রাকেশ মেহরা জানিয়েছেন, লতা মঙ্গেশকর গানটি রেকর্ড করার জন্য চেন্নাইয়ে এ আর রহমানের স্টুডিওতে গিয়েছিলেন। শুধু রেকর্ডিংয়ের জন্য নয়, তিনি গানটি নিখুঁত করতে সেখানে বহুদিন অনুশীলন করেছিলেন।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লতা মঙ্গেশকর গানটি বহু বার রিহার্সাল করেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়, তার মতো গায়িকা জিজ্ঞাসা করেছিলেন যে তিনি এটি রেকর্ড করতে চেন্নাই যেতে পারেন কিনা। তখন রহমান জানিয়েছিলেন যে, তিনি লতা মঙ্গেশকরের সঙ্গে গানটি রেকর্ড করার জন্য মুম্বাইয়ে যাবেন। কিন্তু লতা চেন্নাই যাওয়ার উপরই বেশি জোর দিয়েছিলেন।
গায়িকার মনে হয়েছিল যে, তিনি রেকর্ডিংয়ের জন্য রহমানের নিজের জায়গায় গেলেই ভালো হবে। তারপর গায়িকা রেকর্ডিংয়ের তিন দিন আগে পৌঁছেছিলেন চেন্নাইতে। বিমানবন্দর থেকেই সরাসরি স্টুডিয়োতে গিয়ে রহমানের সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তিনি গানটির কম্পোজিশনও শোনেন। তারপর রিহার্সাল করার জন্য একটি ক্যাসেট কপির অনুরোধও করেছিলেন।
তবে সবচেয়ে বেশি যেটা জানলে অবাক হবেন তা হলো রেকর্ডিংয়ের সময় গায়িকা দাঁড়িয়ে ছিলেন। এই প্রসঙ্গে রাকেশ ওমপ্রকাশ মেহরা বলেন, 'লতা মঙ্গেশকর চেন্নাইয়ে পৌঁছানোর চতুর্থ দিনের মাথায় গানের রেকর্ডিং ছিল। গায়িকা গানটি গাওয়ার সময় দাঁড়িয়ে গাওয়ার কথাই জানান। তিনি রহমানের সঙ্গে দাঁড়িয়ে গানটি গাইতে শুরু করেন। তারপর টানা ৮ থেকে ১০ ঘন্টা তিনি দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ না গানটা শেষ হয়।'
প্রসঙ্গত, 'রং দে বাসন্তী' একটি সমালোচনামূলক, বাণিজ্যিক সফল ছবি। ছবিটি ব্যাপক প্রশংসাও অর্জন করেছিল। এটি সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে ৭৯ তম অ্যাকাডেমি পুরস্কারের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হয়ে ওঠে।