খাঁচায় বন্দি বুবলী, প্রকাশ্যে ‘পিনিক’-এর পোস্টার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম

শবনম বুবলী
নতুন বছর শবনম বুবলীর জন্য সম্ভাবনাময় হতে যাচ্ছে, কারণ মুক্তির অপেক্ষায় রয়েছে তার একগুচ্ছ সিনেমা। এর মধ্যে একটি আলোচিত সিনেমা হলো ‘পিনিক’। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ্যে এসেছে।
শনিবার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ‘পিনিক’-এর পোস্টার শেয়ার করেছেন বুবলী। পোস্টারে তাকে দেখা গেছে ভিন্ন এক লুকে। স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমণ্ডল খাঁচার ভেতরে বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যময় আবহ তৈরি করেছে।
পিনিকে’ বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। রোজার ঈদের মুক্তি কথা ছবিটির।