পাকিস্তানের সুরকার জুলফিকার আর নেই

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিখ্যাত সুরকার জুলফিকার আলী আত্রে মারা গেছেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৬১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন । জুলফিকারের মৃত্যুতে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
গণমাধ্যমটি বলছে, দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুলফিকারের অবদান অনেক। নিজের ক্যারিয়ারে ৫০টির বেশি ছবিতে সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সুর দিয়ে দর্শকদের টানতে পারার সক্ষমতা ছিল তার।
পাকিস্তানি সুরকার, গায়ক-গীতিকার, সংগীত প্রযোজক এবং একজন গিটারিস্ট। ১৯৯৪ সালে তার কর্মজীবন শুরু করে, খান পাকিস্তানে একাধিক পুরস্কারের প্রাপক। তিনি বর্তমানে টেলিভিশন সিরিজ কোক স্টুডিওতে কাজ করছেন, যার জন্য তিনি প্রযোজক এবং পরামর্শদাতা।
সবশেষ ওয়েলকাম পাঞ্জাব সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন জুলফিকার। কিন্তু তিনি তা শেষ করতে পারেননি। তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
২০২৪ সালে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান জুলফিকার। দেশের সংস্কৃতিতে অনবদ্য অবদানের জন্য ‘প্রাইড অব পারফরমেন্স’ পদক পান তিনি।
লাহোরের ইকবাল টাউনের ৩০৪ খাইবার ব্লকের নিজ বাড়িতে শুক্রবার দুপুর ১টায় তাকে সমাহিত করা হয়।