×

বিনোদন

সাইফকে ছুরিকাঘাত

পরিবারের অন্য সদস্যদের নিয়ে যা বললেন কারিনা কাপুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

পরিবারের অন্য সদস্যদের নিয়ে যা বললেন কারিনা কাপুর

ছবি: সংগৃহীত

   

মধ্যরাতে নিজ বাড়িতে হামলার শিকার হলেন সাইফ আলি খান। তার ওপর চড়াও হয় দুষ্কৃতকারীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সে সময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে ইব্রাহিম আলি খান ও এক গৃহপরিচারক। প্রাথমিকভাবে সাইফের বাহুতে আঘাত লেগেছে বলে জানানো হলেও পরে চিকিৎসকরা জানিয়েছেন, তার ঘাড়েও একটি আঘাত রয়েছে। আপাতত অস্ত্রোপচার করা হচ্ছে অভিনেতার।

কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন, তা প্রথমে জানা না গেলেও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন সাইফের আলি খানের স্ত্রী ও অভিনেত্রী কারিনা কাপুর খান।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা করবেন না। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।’

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গেছে। চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, কীভাবে আক্রান্ত হলেন সাইফ। ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ঢুকে পড়ার পরে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সে সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েকজন সদস্যও সে সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App