‘পুষ্পা ২’ প্রিমিয়ারে আহত শিশুকে দেখতে হাসপাতালে আল্লু অর্জুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৫৪ পিএম

হায়দরাবাদের হাসপাতালে প্রবেশ করছেন আল্লু অর্জুন (ডান দিকে)। ছবি: সংগৃহীত
‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় সম্প্রতি জামিন পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এবার আহত শিশুটিকে দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গেলেন তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সামাজিকমাধ্যমে একাধিক ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে আল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। অভিনেতা আসার আগে হাসপাতালে সুরক্ষা বেষ্টনী আরো জোরদার করা হয়। গত ৫ জানুয়ারি শ্রী তেজা নামক ওই আহত ছেলেটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। এদিন অভিনেতার পরনে ছিল সুবজ সোয়েটার এবং জিন্স। এসময় আল্লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও অনুরাগীরা ভিড় করেন।
আরো পড়ুন: বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী!
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক দুর্ঘটনা ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছাতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তার আট বছরের ছেলেও। ওই ঘটনার পরেই গ্রেপ্তার হন অভিনেতা। নিম্ন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে অবশ্য তেলঙ্গানা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান অভিনেতা।
এর আগেই দক্ষিণী সুপারস্টার জানিয়েছিলেন তিনি ওই বালকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। এমনকি তার পরিবারের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তিনি। তবে আইনি জটিলতার কারণে তা করতে নিষেধ করা হয়।
গত ২৪ ডিসেম্বর শ্রী তেজার বাবা ভাস্কর জানিয়েছিলেন ২০ দিন পর তার ছেলে চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছে।