কলের গান নান্দনিক অ্যাওয়ার্ড পেলেন জেরিন কাশফি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম

অভিনেত্রী জেরিন কাশফি রুমা। ছবি: ভোরের কাগজ
কলের গান নান্দনিক অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী জেরিন কাশফি রুমা। রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাচার মিলনায়তনে এই পুরস্কার বিতরণ করা হয়েছে। শ্রেষ্ঠ মঞ্চ অভিনেত্রী হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়। এছাড়া চিত্রনায়ক ডি এ তায়েব (শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা), মোহাম্মদ নাসির উদ্দিন সুমন (চলচ্চিত্র অভিনেতা ও সংগীতশিল্পী), মাহবুবা শাহরিন (শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক), টুনটুনি (শ্রেষ্ঠ শিশুশিল্পী), তামান্না হক (শ্রেষ্ঠ প্লে-ব্যাক শিল্পী) সম্মাননায় ভূষিত হয়েছেন।
বাংলাদেশ ইভেন্টের চেয়ারম্যান মো. রফিকুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ান মো. নাসির উদ্দিন।
আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন আসিফের
মঞ্চ অভিনয়শিল্পী জেরিন কাশফি পারিবারিক কারণে আমেরিকায় অবস্থান করায় তার পক্ষ থেকে সম্মাননা নেন তার বোনের ছেলে মাযহাব মোস্তাকিম আলিফ। জেরিন কাশফি রুমা বলেন, পুরস্কার পাওয়া সত্যিই অনেক আনন্দের। এটা কাজের স্বীকৃতি। এর মাধ্যমে দ্বায়িত্ব আরো বেড়ে যায়। দুই দশকেরও বেশি সময় ধরে মঞ্চ নাটকে কাজ করছি। দর্শকের ভালোবাসার পাশাপাশি স্বীকৃতি, নাম ও সুনাম পেয়েছি। আমিও সবার কাছে অনেক কৃতজ্ঞ।
উল্লেখ্য, সময় সাংস্কৃতিক গোষ্ঠীর এ সদস্য ‘আসমান তারা শাড়ি’, ‘বাবা তার্তুফ’, ‘বাজিমাত’, ‘একাত্তরের ক্ষুধিরাম’, ‘ভাগের মানুষ’, ‘শেষ সংলাপ’ এবং ‘যযাতি’ নাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন। তবে ‘শেষ সংলাপ’ নাটকের অন্যতম একটি চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি পান অভিনেত্রী জেরিন কাশফি রুমা।