অবশেষে জামিন পেলেন আল্লু অর্জুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
জনপ্রিয় দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর দ্রুতই বদলাচ্ছে পরিস্থিতি। গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সুপারস্টারকে। যে থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। হাইকোর্ট থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে সন্ধ্যায় এল সুখবর।
তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ রায় অভিনেতার ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে এল। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
এর আগে গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তাঁর স্বামী এবং ছেলে শ্রীতেজ। সন্ধ্যা থিয়েটারে পেইড প্রিমিয়ার শো চলাকালে হঠাৎ আল্লু অর্জুন সবাইকে চমকে দিতে তার নিরাপত্তাকর্মীসহ হাজির হয়েছিলেন। ভিড়ে ঠাসা সন্ধ্যা থিয়েটারে দম বন্ধ করা পরিস্থিতি ছিল। আল্লুর হঠাৎ আগমনে সেখানে উপস্থিত দর্শক দিশাহারা হয়ে যান। আল্লুকে একঝলক দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করেছিলেন।
এই ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তার ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল। শ্রীতেজ গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে ছিল। কিশোরটিকে সঙ্গে সঙ্গে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়। চিক্কদপল্লি পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতীর পরিবার। এরপর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত অভিনেতার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে চিকড়পল্লী থানা পুলিশ।